ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ১৭ লক্ষ ৫০ হাজার, বাড়ছে মৃত্যুও
নিজস্ব সংবাদদাতা : দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৫৫ হাজার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ হাজার ৭৩৫ জন আক্রান্ত হওয়ার ফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লক্ষ ৫০ হাজার ৭২৩ জন। এরই পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। ভারতে করোনায় মৃত্যুর হার ২.১৩ শতাংশ। দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৭ হাজার ৩৬৪ জন। সংক্রমণের নিরিখে সারা বিশ্বে এই মুহূর্তে শীর্ষে রয়েছে আমেরিকা। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লক্ষ ২০ হাজার ৪৪৪। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখনও পর্যন্ত ফুটবলের পীঠস্থান ব্রাজিলে করোনায় আক্রান্ত ২৭ লক্ষ ৭ হাজার ৮৭৭ জন। আর ১৭ লক্ষ ৫০ হাজারের বেশি আক্রান্ত হওয়ায় গোটা বিশে সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত।
তবে সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় খানিকটা স্বস্তিতে রয়েছে ভারত। দেশে মোট আক্রান্তের ৬৫.৪৪ শতাংশই সেরে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ২৫৫ জন সুস্থ হওয়ায় এখনও পর্যন্ত দেশে মোট ১১ লক্ষ ৪৫ হাজার ৬২৯ জন রোগী সুস্থ হয়েছেন।
দেশের মধ্যে সংক্রমণ ও মৃত্যুতে এগিয়ে মহারাষ্ট্রই। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৩১ হাজার ৭১৯ জন। মারা গিয়েছেন ১৫ হাজার ৩১৬ জন। অন্যদিকে তামিলনাড়ুতেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫১ হাজার ৭৩৮ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৪ জনের। রাজধানী দিল্লিতে আক্রান্ত ১ লক্ষ ৩৬ হাজার ৭১৬ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮৯ জনের। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ২০৯ জন। মৃত ১ হাজার ৪০৭ জন। কর্নাটকে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ২৮৭ জন। মৃত্যু হয়েছে ২৪১২ জনের। এরই পাশাপাশি যোগী রাজ্য উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৪৮ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬৭৭ জনের। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যাও যথেষ্ঠ উদ্বেগজনক। বাংলাতেই আক্রান্ত ৭২ হাজার ৭৭৭ জন। মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬২৯ জন। গুজরাতে আক্রান্ত ৬৪ হাজার ৭৮৬ জন। এখানে মৃত্যু হয়েছে ২ হাজার ৪৪১ জনের।
এছাড়াও জম্মু ও কাশ্মীর, তেলাঙ্গানা, গোয়া, কেরল, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, পঞ্জাব, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরায় সংক্রমণের ওঠানামা অব্যাহত। সব মিলিয়ে গোটা দেশ করোনা আবহে কার্যত দিশেহারা।
ছবি ঋণ : ইন্টারনেট
Comments are closed.