করোনা আক্রান্ত অপরাজিতা আঢ্য, হোম আইসোলেশনে অভিনেত্রী
নিজস্ব সংবাদদাতা : করোনা আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সেরকম কোনও শারীরিক কষ্ট না থাকায় চিকিৎসকদের পরামর্শ মতো বেহালার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কয়েকদিন হল জ্বর হয়েছিল অপরাজিতার। কোভিড টেস্ট করলে করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁর।
এর পাশাপাশি জানা গিয়েছে অভিনেত্রীর পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। লক্ষ্মীপুজোর আগে অপরাজিতা ও তাঁর পরিবারের একাধিক সদস্যর করোনা হওয়ায় যথেষ্ঠই চিন্তিত সকলে। কারণ প্রতিবছর বাড়িতে বড় করে লক্ষ্মীপুজো করেন অপরাজিতা আঢ্য। এবার হয়তো করোনা পরিস্থিতিতে লক্ষ্মী পুজোর আয়োজন থেকে বিরত থাকবেন অভিনেত্রী।
Comments are closed.