দেশে করোনায় একদিনে আক্রান্ত ৫২ হাজারের বেশি
নিজস্ব সংবাদদাতা : দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ হাজার ৫০৯ জন। ভারতে মোট করোনা আক্রান্ত হলেন ১৯ লক্ষ ৮ হাজার ২৫৪ জন। পাশাপাশি একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও ৮৫৭ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৮.৪৭ শতাংশ। আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনা রোগীর সুস্থতার পরিসংখ্যান বেশ স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত মোট ১২ লক্ষ ৮২ হাজার ২১৫ জন আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।
দেশে যথারীতি সংক্রমণে ও মৃত্যুতে এগিয়ে মহারাষ্ট্র। আক্রান্ত ৪ লক্ষ ৫৭ হাজার ৯৫৬ জন। মৃত ১৬ হাজার ১৪২ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ২ লক্ষ ৬৮ হাজার ২৮৫ জন। এখানে মোট মৃত ৪ হাজার ৩৪৯ জন। অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত ১ লক্ষ ৭৬ হাজার ৩৩৩ জন। মৃত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০৪ জন। রাজধানী দিল্লিতে আক্রান্ত ১ লক্ষ ৩৯ হাজার ১৫৬ জন। মৃত ৪ হাজার ৩৩ জন। কর্নাটকে আক্রান্ত ১ লক্ষ ৪৫ হাজার ৮৩০ জন। মৃত ২ হাজার ৭০৪ জনের।
এরই পাশাপাশি সারাদেশের অন্য রাজ্যগুলিতেও করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। আক্রান্ত বাড়ছে কেরল, তেলাঙ্গানা, গুজরাত, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অসমের মতো রাজ্যগুলিতে।
এদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও যথেষ্ঠই উদ্বেগজনক। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানা যাচ্ছে, বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫২ জন। আক্রান্ত বেড়ে হল ৮০ হাজার ৯৮৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৪ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭৮৫ জন।
Comments are closed.