Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

করোনা আক্রান্ত ইস্টবেঙ্গল সভাপতি

বেঙ্গল ফাস্ট : কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ইস্টবেঙ্গল সভাপতি ডাঃ প্রণব দাশগুপ্ত। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। সোমবার থেকে ময়দানে ফিরেছে ফুটবল। করোনা আবহের মাঝেই দ্বিতীয় ডিভিশন আইলিগে খেলতে, প্রস্তুতি শুরু করেছে মহামেডান। প্রি-সিজন প্রস্তুতিতে কোভিড পরবর্তী সময়ে যেদিন ময়দানে বল গড়াল সেদিনই ভাইরাসে সংক্রমিত হয়ে পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের সভাপতি হাসপাতালে ভর্তি হলেন।

- Sponsored -

উল্লেখ্য খারাপ সময় যেন কাটতেই চাইছে না ইস্টবেঙ্গলে। আইএসএল খেলতে স্পনসরের খোঁজে এখনও উত্তর নেই, কোয়েসের সঙ্গে সম্পর্ক শেষের পর নতুন বিনিয়োগকারী আসবে আসছে করেও দেখা মিলছে না। কর্তারা আশা জাগালেও ফ্যানেদের অনেকেই এবছর আইএসএলে খেলা হচ্ছে না ধরে নিয়েই মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.