ফেসবুক গ্রুপের উদ্যোগে করোনা সচেতনতা শিবিরে মাস্ক ও সাবান বিতরণ

নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে করোনা বিষয়ক স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হল ফেসবুক গ্রুপের উদ্যোগে। রবিবার সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব”-র উদ্যোগে ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের চিঁচড়া বাজারে একটি করোনা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে উপস্থিত জনগণের মধ্যে করোনা সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি ৩০০ মাস্ক ও সাবান বিলি করা হয়। এদিনের শিবিরে আয়োজকদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন গ্রুপের অ্যাডমিন বিশ্বজিৎ পাল, মডারেটর আনন্দ বিশুই, সদস্য তারক পান্ডা প্রমুখ। এদিনের শিবিরের মূল উদ্যোক্তা ছিলেন জয়দেব সাউ। মেদিনীপুর থেকে গ্রুপের মডারেটর সুদীপ কুমার খাঁড়া জানান, করোনা আবহে মানুষের পাশে দাঁড়ানোর যে প্রয়াস তাঁদের গ্রুপের পক্ষ থেকে নেওয়া হয়েছে, চিঁচড়ার কর্মসূচি তারই অঙ্গ।
Comments are closed.