সিএসকে-তে আবার করোনার থাবা, করোনা আক্রান্ত চেন্নাইয়ের ব্যাটসম্যান
সৌরভ রায়
আইপিএল শুরুর ঠিক আগেই করোনার গ্রাসে চেন্নাই সুপার কিংস। একের পর এক ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হচ্ছেন। শুক্রবারই চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে জানান হয়েছিল করোনা আক্রান্ত হয়েছেন দলের এক ফাস্ট বোলার-সহ মোট ১২ জন সাপোর্ট স্টাফ। আর শনিবার জানানো হল করোনা আক্রান্ত হয়েছেন দলের এক ব্যাটসম্যান। দলের সূত্রে খবর, তরুণ ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় করোনায় সংক্রমিত হয়েছেন। পুনের ২৩ বছরের ক্রিকটার ঋতুরাজ গায়কোয়াড় ২০১৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের দলে রয়েছেন।
শুক্রবার কোন ফাস্ট বোলার করোনা আক্রান্ত হয়েছেন তা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও, সূত্রের খবর করোনা আক্রান্ত হয়েছেন চেন্নাই দলের পেসার দীপক চাহার। অন্যদিকে সিএসকে দলের জন্য আরও একটি খারাপ খবর। পুরো মরসুমের জন্য দলের সঙ্গে থাকছেন না দলের তারকা অলরাউন্ডার সুরেশ রায়না। দেশে ফিরে এসেছেন তিনি। ব্যক্তিগত কারণেই রায়না আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে চেন্নাই দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দুই ক্রিকেটারের করোনা হওয়ায় সিএসকের ভবিষ্যৎ এখন বিশবাঁও জলে। সূত্রের খবর আরও ৭ দিন দলের ক্রিকেটারদের হোটেলবন্দি থাকার পর, স্বাস্থ্যপরীক্ষা করিয়ে অনুশীলনের অনুমতি মিলতে পারে।
Comments are closed.