করোনা আক্রান্ত আরবিআই গভর্নর, আইসোলেশনে থেকে কাজ করবেন শক্তিকান্ত

নিজস্ব সংবাদদাতা : করোনায় আক্রান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস। উপসর্গহীন করোনা হওয়ায় আইসোলেশনে থেকেই আপাতত ভার্চুয়াল মাধ্যমেই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন বলে রবিবার সন্ধেয় ট্যুইট করে জানিয়েছেন ৬৩ বছর বয়সি আরবিআই গভর্নর।
I have tested COVID-19 positive. Asymptomatic.Feeling very much alright.Have alerted those who came in contact in recent days.Will continue to work from isolation. Work in RBI will go on normally. I am in touch with all Dy. Govs and other officers through VC and telephone.
— Shaktikanta Das (@DasShaktikanta) October 25, 2020
রবিবার সন্ধ্যায় ট্যুইটে শক্তিকান্ত দাস জানিয়েছেন, ‘আমার করোনা পজিটিভ ধরা পড়েছে। কোনও উপসর্গ নেই। ভালো আছি। যাঁরা আমার সংস্পর্শে এবং সান্নিধ্যে এসেছেন তাঁদের সতর্ক করছি। আইসোলেশনে থেকে কাজ করব। স্বাভাবিকভাবেই চলবে আরবিআইয়ের কাজ। ডেপুটি গভর্নর এবং অন্যান্য অফিসারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স ও টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রাখছি।’
Comments are closed.