সাম্বা ঝড়ে ৪-০ গোলে পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল

নিজস্ব সংবাদদাতা : কোপা আমেরিকায় ৪-০ গোলে পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল। টানা দ্বিতীয় জয় তুলে নিল নেইমাররা। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আয়োজক দেশ ব্রাজিলই। প্রথমার্ধে পেরুর বিরুদ্ধে ব্রাজিলকে গোল করে এগিয়ে দেন এগিয়ে অ্যালেক্স সান্দ্রো। ১২ মিনিটের মাথায় নেইমারের ক্রস ধরে অ্যালেক্স সান্দ্রোকে পাস বাড়ান গ্যাব্রিয়াল জেসুস। ব্রাজিলের হয়ে প্রথম গোলটি অবলীলায় করলেন আ্যালেক্স সান্দ্রো। এরপর ম্যাচের ২৫ মিনিটে ফাবিনিয়ো গোল করার সুযোগ পেয়েছিলেন। ডি-বক্সের বাইরে থেকে ফাবিনিয়োর বুলেট গতির শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
Abraço paterno de Tite com @Neymarjr 😍
🇧🇷 Brasil 🆚 Peru 🇵🇪#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/amvOuR2Dxe
— Copa América (@CopaAmerica) June 18, 2021
দ্বিতীয়ার্ধের শুরুতে এভেরতন ও গাব্রিয়েল বারবোসাকে তুলে রিবেইরো ও রিচার্লিসনকে নামান তিতে। ব্রাজিল কোচের এই দুটি বদলেই আরও প্রাণবন্ত ফুটবল খেলতে শুরু করেন নেইমাররা। এই সময় রীতিমতো সাম্বা ঝড়ে দিশেহারা হয়ে যায় পেরুর ফুটবলাররা। কালঘাম ছুটে যায় ব্রাজিলিয়ান তারকা নেইমারকে আটকাতে। ৬৮ মিনিটের মাথায় ফ্রেডের পাস থেকে ডান পায়ের শটে গোল করেন নেইমার। ৮৯ মিনিটে রিচার্লিসনের পাস থেকে ব্যবধান বাড়ান এভারটন রিবেইরো। এরপর অতিরিক্ত সময়ে ব্রাজিলের হয়ে গোল করেন রিচার্লিসনও।
তবে ব্রাজিলের প্রথমার্ধের খেলা দেখে মোটেই খুশি নন কোচ তিতে। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তিতে বলেন, ‘প্রথমার্ধে আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, পারিনি। প্রত্যাশা অনুযায়ী খেলতে তাই একটু সময় লাগল। দ্বিতীয়ার্ধে আমরা বেশি স্ট্রাইকার নামাই। এর কারণ হচ্ছে, আমরা ভেবেছিলাম এই ম্যাচে এটা প্রয়োজন।’
Comments are closed.