দুরন্ত নেইমার! কোপায় ভেনেজুয়েলাকে হেলায় হারাল ব্রাজিল

নিজস্ব সংবাদদাতা : উদ্বোধনী ম্যাচে ব্রাসিলিয়ার মানেগারিঞ্জা স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল ব্রাজিল। নেইমারের ব্যক্তিগত নৈপুণ্যেই ভেনেজুয়েলাকে হেলায় হারাল তিতের দল। নিজেদের খেতাব ধরে রাখার লক্ষ্যে তিনটি গোল করেন যথাক্রমে মার্কুইনোস, নেইমার ও গাবি।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে মাঝমাঠে নিজেদের কর্তৃত্ব বজায় রাখল সাম্বা ব্রিগেডই। মার্কুইনোস গোল পেলেও সুযোগ এসেছিল মিলিতাও এবং অধিনায়ক নেইমারের কাছে। কিন্তু, সেই সুযোগ তাঁরা কাজে লাগাতে পারেননি। খেলার ২২ মিনিটের মাথায় নেইমারের কর্নার থেকে রিচার্লসনের ফ্লিকে প্রতিপক্ষের গোলে বল জড়িয়ে দিতে কোন ভুল করেননি মার্কুইনোস। খেলার ৬৭ মিনিটে দ্বিতীয় গোলটি করে ব্রাজিল। বক্সে ঢুকে পড়া ড্যানি আলভেসকে আটকাতে ভেনেজুয়েলার প্লেয়ার ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে স্কোর ২-০ করতে ভুল করেননি নেইমারও। এরপর ম্যাচের ৮৯ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে ব্রাজিলের তিন নম্বর গোল নিশ্চিত করেন গ্যাব্রিয়েল বারবোসা ওরফে গাবি।
Comments are closed.