Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রাজ্যে প্রথম চিটফান্ড মামলার সাজা ঘোষণা, যাবজ্জীবন ৮ অভিযুক্তের

নিজস্ব সংবাদদাতা : চিটফান্ড মামলায় রাজ্যে প্রথম সাজা ঘোষণা। পিনকন কর্তা মনোরঞ্জন রায় ও তাঁর স্ত্রী মৌসুমী রায়-সহ ৮ জন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শোনাল তমলুকে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক (৩) মৌ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে ৫ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশও দেন তিনি৷ এই মামলার ২০ জন মূল অভিযুক্তের মধ্যে বিচার চলাকালীন ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ১৮ জনের মধ্যে ১০ জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে।

পিনকন গোষ্ঠীর কর্ণধার মনোরঞ্জন রায়

- Sponsored -

২০১৭-র নভেম্বর থেকে পিনকন মামলার শুনানি চলছে। মামলার তদন্ত করেছে রাজ্যের ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্সেস শাখা। এই মামলায় আমানতকারীদের লগ্নি ফেরত পাওয়ার আবেদন গৃহীত হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে বলেও নির্দেশে দেওয়া হয়েছে। বিচারক বলেন, ‘পিনকনের সম্পত্তি বাজেয়াপ্ত করে পূর্ব মেদিনীপুর জেলার ১৫ হাজার আমানতকারীর ৪৪ কোটি টাকা ফেরত দিতে হবে।’

পিনকন গোষ্ঠীর কর্ণধার মনোরঞ্জন রায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে অনলাইনে এই মামলার রায় শোনানো হয়। পরবর্তীকালে মনোরঞ্জনের স্ত্রী মৌসুমী রায় ৬ কোটি টাকার বন্ডে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেও বর্তমানে পলাতক। তবে রায়দানের আগে সংস্থার ডিরেক্টর মৌসুমীকে গ্রেফতার করে তমলুক সংশোধনাগারে আনার নির্দেশ দেন বিচারক। এ দিন সকাল থেকেই আদালত চত্বরে হাজির ছিলেন বহু আমানতকারী। লগ্নি করা অর্থ ফেরত পাবেন শুনে আত্মহারা হয়ে পড়েন তাঁরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.