Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

এটিকে-মোহনবাগানের বিজ্ঞাপন নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

অমিয় রায়

এবারের আইএসএস টুর্নামেন্টে এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে খেলতে নামছে মোহনবাগান। যেহেতু গোটা দেশেই এখনও করোনা মহামারী চলছে, সেকারণে লোকজন খুব একটা বাইরে বেরোচ্ছেন না। তার উপরে বাংলাতেও খেলা হচ্ছে না এই টুর্নামেন্ট। অগত্যা প্রচারের তাগিদে ইন্ডিয়ান সুপার লিগের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়।

https://twitter.com/IndSuperLeague/status/1322444750281084928

- Sponsored -

সেখানে দেখানো হয়েছে, একজন মোহনবাগান সমর্থক এবং একজন এটিকে সমর্থক একটি ঘরে বসে খেলা দেখছেন। বলা হচ্ছে, ছ’বছর আগেই বাংলায় দুটো ইমোশনের খেলা শুরু হয়েছিল। একটি ছিল অ্যাটলেটিকো ডি’কলকাতা এবং অন্যটি অবশ্যই মোহনবাগান। এবার এই দুটো দল একসঙ্গে খেলতে নামছে। সেকারণেই বিজ্ঞাপনী প্রচারের স্বার্থে দেখানো হয়েছে, একটি ওয়াশিং মেশিনের ভিতরে এই দুই দলের জার্সি একসঙ্গে ডুবিয়ে দেওয়া হল। কিন্তু, যখন তা কেচে বের হল, সেটা এটিকে-মোহনবাগানের জার্সি হয়ে গেছে।

এই বিজ্ঞাপনী প্রচার নিয়ে ইতিমধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল মজা করতে শুরু করেছে। আর তাতেই আঁতে ঘা লেগেছে মোহনবাগানের। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে এটিকে-মোহনবাগানের বর্তমান ডিরেক্টর দেবাশিস দত্তকে ময়দানে নামতে হয়েছে। তিনি আশ্বস্ত করার পরই, বাগান সমর্থকেরা শান্ত হন। পাশাপাশি দেবাশিসবাবু আইএসএল কর্তৃপক্ষকেও আরও একটু সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ এই খেলার সঙ্গে বাঙালি ফুটবলপ্রেমীদের আবেগ জড়িয়ে আছে। সেকারণে একটু পদস্খলন ঘটলেই, তা ভাবাবেগে আঘাত করবে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.