WB Congress Protest : চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি অত্যাচারে কংগ্রেসের প্রতিবাদ

মৈত্রী কর : চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পথে নামল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এ দিনের মিছিলের ডাক দেওয়া হয় যদুবাবুর বাজার থেকে হাজরা মোড় পর্যন্ত। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে মানববন্ধন করেন জেলা কংগ্রেস কর্মী ও নেতৃবৃন্দ। যদিও পুলিশ রাস্তায় ব্যারিকেড তৈরি করে মিছিল আটকায়। মিছিল থেকে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি ওঠে।
প্রদেশ কংগ্রেস সভাপতি তাঁর বক্তব্যে এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে সারা বাংলার মানুষকে রাস্তায় নামার আবেদন জানান। তিনি এই শিক্ষক-শিক্ষিকাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অমানবিক ব্যবহারের তীব্র নিন্দা করেন।
মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল ঘোরার পর পুলিশ আটকালে প্রদেশ কংগ্রেস সভাপতি ব্যারিকেডের সামনে পুলিশকে প্রশ্ন করেন,’আজ যদি ব্যারিকেড ভাঙলে আমাদের অন্যায় হয়, তাহলে গতকাল কি বিকাশ ভবনের সামনে পুলিশ অন্যায় করেনি?’
এদিকে বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে শিক্ষক শিক্ষিকাদের ওপর নির্বিচারে পুলিশি আক্রমণের ঘটনার পরপরই গভীর রাতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। আহত শিক্ষক শিক্ষিকাদের দেখতে স্টেট জেনারেল হাসপাতালে যান শুভঙ্কর সরকার। সেখান তাঁকে ঘিরে ধরে আহত শিক্ষক শিক্ষিকাদের পরিবারের সদস্যরা অকথ্য অত্যাচারের অভিযোগ জানান।
Comments are closed.