ভারতসেরা মুম্বই, শুভেচ্ছা মাস্টার ব্লাস্টার থেকে বলিউডের
অমিয় রায়
রোহিত শর্মার দলকে অভিনন্দন জানিয়ে একের পর এক ট্যুইট-ইনস্টাগ্রাম পোস্ট অমিতাভ বচ্চন-রণবীর সিংয়ের। চোখে নীল চমশা, গায়ে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি, মাথায় নীল টুপি পরে ভিডিয়ো তৈরি করে রোহিত শর্মার দলকে পঞ্চমবার আইপিএল ট্রফি জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রণবীর সিং। ঘরে বসেই নেচে গেয়ে বলিউডের গল্লি বয় মুম্বইয়ের সমর্থনে গলা ফাটালেন।
রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়াদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। টুইটে অমিতাভজী লিখেছেন, ‘অসাধরণ ক্রিকেট উপহার দিল মুম্বই। পঞ্চমবার আমরাই চ্যাম্পিয়ন।’ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন। টুইটে অভিষেক হাতের পাঁচ আঙুল মুখের সামনে রেখে মুম্বইয়ের পঞ্চম আইপিএল ট্রফি জয় সেলিব্রেট করেছেন।
সোশ্যাল মিডিয়ায় মুম্বই… মুম্বই… স্লোগান তুলে ট্রফির ইমোজি পোস্ট করে রোহিতের দলকে শুভেচ্ছা জানিয়েছেন শচীন তেন্ডুলকর। পরে আরেকটি পোস্টে মুম্বইয়ের দাপুটের জয়ের প্রশংসা করেছেন শচীন।
Comments are closed.