Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র সামশেরগঞ্জ, মৃত ১

নিজস্ব সংবাদদাতা : পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ সামশেরগঞ্জ থানা এলাকা। গুলিবিদ্ধ হয়ে মৃত ১। বুধবার সকালে সামশেরগঞ্জের ধুলিয়ানে ২০ বছরের পুরনো জমি নিয়ে গণ্ডগোলের সূত্রপাত হয় স্থানীয় জাকির হোসেন ও ইমরান হোসেনের মধ্যে। সূত্রের খবর, আদালতের নির্দেশে ইমরান হোসেন জমি ঘিরতে এলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। শুরু হয় দুই বিবাদমান গোষ্ঠীর মধ্যে তুমুল মারপিট। গুলি ও বোমায় এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র। ইমরানের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করার অভিযোগ ওঠে জাকিরের লোকজনদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ইমরানের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন।

- Sponsored -

এদিনের ঘটনায় ৭টি বোমা এবং ৫ রাউন্ড গুলি চলার অভিযোগ করেছেন স্থানীয়রা। পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন সামশেরগঞ্জেক বিধায়ক আমিরুল ইসলাম থেকে স্থানীয়রাও। ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃতের পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের থেকে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.