Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আলিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক স্থায়ীকরণ প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন

রূপম চট্টোপাধ্যায়

দিন কয়েক আগেই রাজ্যের সরকার স্বীকৃত কলেজগুলিতে আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকাদের স্থায়ীকরণ প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। কিন্তু এরপরই আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে শিক্ষকদের স্থায়ীকরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠল। সরকারের সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ১২ হাজার কলেজ শিক্ষক চাকরির স্থায়িত্ব ও বাড়তি আর্থিক সুবিধা পাবেন। ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখে জারি করা রাজ্যের উচ্চশিক্ষা দফতরের এক নির্দেশ অনুযায়ী পূর্ণ, আংশিক সময়ের চুক্তিভিত্তিক ও অতিথি শিক্ষকদের স্থায়ী করা হয়েছে। এই নির্দেশে (মেমো নম্বর ২০৮১-ইডিএন [সিএসওয়াই ১০এম-৮৩/২০১৯] তাং ২৩ ডিসেম্বর ২০১৯) পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এই নির্দেশের আওতায় কেবলমাত্র রাজ্যের সরকার পোষিত কলেজ শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়টিই বিবেচিত হবে।

- Sponsored -

কিন্তু গত ২৮ জুলাই মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয় থিওলজি বিভাগের অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণের যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের নির্দেশকেই ভিত্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  কলেজ শিক্ষকদের জন্য জারি করা সরকারি নির্দেশ কীভাবে একটি বিশ্ববিদ্যালয় কার্যকর করছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামহলের একাংশ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.