কমিউনিটি পুলিশিং! এলাকাবাসীর সঙ্গে তথ্যের আদান-প্রদানের উদ্যোগ সাঁতরাগাছি থানার
শুভাশিস মণ্ডল
পুলিশের সঙ্গে জনগণের কার্যকর যোগাযোগ স্থাপন, দৈনন্দিন আলাপচারিতা ও তথ্যের আদান-প্রদানের মাধ্যমে পুলিশ সম্পর্কে জনগণের ভ্রান্ত ধারণা পরিবর্তনের জন্য এক উদ্যমী উদ্যোগ নিল হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনস্থ সাঁতরাগাছি থানা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (সাউথ-টু ডিভিশন) শেখ আখতার আলি, সাঁতরাগাছি থানার অফিসার-ইন-চার্জ অঞ্জনকুমার দত্ত, পুলিশ আধিকারিক জাহিদ বিশ্বাস-সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সাঁতরাগাছি থানা এলাকার ৪৪টি ক্লাব ও সংগঠনের সদস্যরা।
কমিউনিটি পুলিশিং! এলাকাবাসীর সঙ্গে তথ্যের আদান-প্রদানের উদ্যোগ সাঁতরাগাছি থানার pic.twitter.com/QTUL9czlUe
— Bengal Fast (@bengal_fast) February 25, 2021
কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে সাঁতরাগাছির থানার অফিসার-ইন-চার্জ অঞ্জনকুমার দত্ত এলাকার ক্লাব ও সংগঠনকে এক ছাতার তলায় এনে কীভাবে সাঁতরাগাছিকে আরও উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করলেন। শুনলেন এলাকার অভাব-অভিযোগও। আগামী দিনে পথ চলতে এলাকাবাসীরাই তাঁর প্রধান ভরসা বলেও জানালেন অঞ্জনবাবু। নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ”ছোট থেকেই আমরা দেখেছি বা শুনেছি না খেলে বা কথা না শুনলে বাড়ির বড়রা বলত, এটা করো– না হলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। কোথায় যেন আমাদের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হত। যা এখনও বহমান। কিন্তু আমাদের তা কাটিয়ে উঠতে হবে। আমরাও সমাজের অঙ্গ। আমাদেরও মা, বাবা, ভাই, বোন, সন্তান আছে। সুতরাং পুলিশকে ভয়ের চোখে নয়, বন্ধুর চোখে দেখা হোকে।”
অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (সাউথ-টু ডিভিশন) শেখ আখতার আলি কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বের কথা জানিয়ে বলেন, ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সাধারণ মানুষের সঙ্গে পুলিশের নিবিঢ় সম্পর্ক। সে দিকে লক্ষ্য রেখেই হাওড়া সিটি পুলিশের এই উদ্যোগ। ভয়ডরহীন ভাবে পুলিশের সঙ্গে থাকতে বন্ধন দৃঢ় করতে হবে।” এলাকার ক্লাব ও সংগঠনগুলি আগামী দিনে যে কোনও মহতী অনুষ্ঠানে তাঁকে পাশে পাবে বলে জানান শেখ আখতার আলি।
কমিউনিটি পুলিশিং! এলাকাবাসীর সঙ্গে তথ্যের আদান-প্রদানের উদ্যোগ সাঁতরাগাছি থানার pic.twitter.com/ndGWTZ2Awd
— Bengal Fast (@bengal_fast) February 25, 2021
আগামী দিনে সাঁতরাগাছি থানার উদ্যোগে সাঁতরাগাছি পাখিরালয়কে বিশেষ গুরুত্ব দেওয়ারও কথা বলেন অফিসার-ইন-চার্জ অঞ্জনকুমার দত্ত। সাঁতরাগাছির গর্ব পাখিরালয়কে কীভাবে রক্ষা করা যায় সে ব্যাপারেও এলাকার ক্লাব ও সংগঠনগুলির সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ ব্যাপারে পাখিরালয়ের চারপাশে বৃক্ষরোপণের আয়োজনও করতে চলেছে সাঁতরাগাছি থানা সে বিষয়েও জানান তিনি। এছাড়াও মার্চ মাসে পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশে রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি নিতে চলেছে সাঁতরাগাছি থানা। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লাগাতার মানুষকে সচেতন করার যথাসাধ্য প্রয়াস নেবার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাঁতরাগাছি এলাকা থেকে কোনা এক্সপ্রেসওয়েতে ওঠার প্রতিবন্ধকতা নিয়েও এদিনের অনুষ্ঠানে মত বিনিময় করা হয়। মূলত রেল গেটের জন্যই যে যাতায়াতের প্রধান সমস্যা তা জানানো হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (সাউথ-টু ডিভিশন) শেখ আখতার আলিকে। এ বিষয়ে এলাকাবাসীরা যাতে ‘মাস পিটিশন’ করেন, তারও মূলব্যান পরামর্শ দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ মহোদয়।
সাঁতরাগাছি থানার অফিসার-ইন-চার্জ অঞ্জনকুমার দত্তর উদ্যোগে আজকের এই জনসংযোগ কর্মসূচিকে কুর্ণিশ জানিয়েছে এলাকার বাসিন্দারা। আশা করা যায় পুলিশ-জনসাধারণের মধ্যে মেলবন্ধন আরও দৃঢ় হবে।
Comments are closed.