Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দুঃস্থদের জন্য কমিউনিটি কিচেন, ৩০ জুনের পরেও বিনামূল্যে রেশন, বাজেটে ঘোষণা মমতার

নিজস্ব সংবাদদাতা: তিন মাসের জন্য ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্রের শারীরিক অসুস্থতার কারণে এ বার বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের দুঃস্থ মানুষজন যাতে দু’‌বেলা খেতে পায় সেই লক্ষ্যে ‘‌মা’‌ নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য জুড়ে তৈরি করা হবে ‘‌মা’‌ নামে কমন কিচেন। যেখান থেকে সামান্য কিছু অর্থ ব্যয় করে দু’‌বেলার খাবার পাবেন সমাজের দুঃস্থ মানুষজন।

- Sponsored -

পাশাপাশি রেশন ব্যবস্থা নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ধারাবাহিকভাবে বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখার ব্যাপারে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের কথা মাথায় রেখে আমরা আগেই ২০২১–এর ৩০ জুন অবধি বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিনামূল্যে রেশন ব্যবস্থা জুন ২০২১–এর পরেও চালু থাকবে। আমি এর জন্য আগামী অর্থবর্ষে ১৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দর প্রস্তাব রাখছি।’‌

এদিনের বাজেটে মুখ্যমন্ত্রী দুঃস্থ মহিলাদের জন্যও একটি প্রকল্পের ঘোষণা করেন। বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আনন্দের সঙ্গে মাতৃবন্দনা নামে একটি নতুন কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আরও ১০ লক্ষ নতুন স্বনির্ভরগোষ্ঠী দুঃস্থ নারীদের নিয়ে গঠন করা হবে। এই সমস্ত গোষ্ঠীগুলি ব্যাংক থেকে-মূলত কো-অপারেটিভ ব্যাংকগুলি থেকে আগামী ৫ বছরে ২৫ হাজার কোটি টাকার ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। আর এর জন্য, আগামী অর্থবর্ষে ১৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দের প্রস্তাব করছি।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.