শীর্ষ আদালতের বিচারপতি নিয়োগে তিন মহিলা-সহ ৯টি নাম সুপারিশ কলেজিয়ামের
নিজস্ব সংবাদদাতা : শীর্ষ আদালতের বিচারপতি নিয়োগের জন্য তিন মহিলা-সহ ৯টি নাম সুপারিশ পাঁচ সদস্যের কলেজিয়ামের। তিন মহিলা হলেন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বিভি নাগরত্না, তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি, গুজরাত হাইকোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী। এছাড়া, সিনিয়র অ্যাডভোকেট পিএস নরসিংহকে শীর্ষ আদালতের বেঞ্চে সরাসরি নিয়োগের জন্য বাছাই করেছে কলেজিয়াম। বিচারপতি রোহিনটন এফ নরিমানের অবসরের এক সপ্তাহেরও কম সময়ে নরসিংহর জন্য সুপারিশ আসে। তিনি ভারতের আইনি ইতিহাসের পঞ্চম আইনজীবী যিনি সরাসরি বার থেকে নিযুক্ত হলেন। এছাড়াও কলেজিয়ামের চূড়ান্ত করা নামগুলির মধ্যে রয়েছেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি জিতেন্দ্র কুমার মহেশ্বরী, কেরল হাইকোর্টের বিচারপতি সিটি রবিকুমার এবং কেরালা হাইকোর্টে বিচারপতি এমএম সুন্দরেশ।
Comments are closed.