এখনই খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়, আপাতত অনলাইনেই চলবে ক্লাস
নিজস্ব সংবাদদাতা: সরস্বতী পুজোর আগে খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়। শুধু গবেষকদের জন্য খোলা থাকবে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিগুলি। বুধবার উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর জানিয়েছেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়-কলেজের স্বাধিকারের পক্ষে। ওরা সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার তার সঙ্গে সহমত হয়েছে।’
উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বুধবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে স্থির হয় আপাতত অনলাইনেই চলবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস। সেক্ষেত্রে মার্চ মাসে স্নাতক স্তরের প্রথম তৃতীয় ও পঞ্চম এবং স্নাতকোত্তরের প্রথম ও তৃতীয় পর্বের সেমিস্টারের পরীক্ষাগুলি অনলাইনেই হবে। পাশাপাশি হস্টেল খোলা নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।বৈঠকে স্থির হয়, হস্টেল খোলা মানে বাইরে থেকে অবাধে ছাত্রছাত্রীদের আসা যাওয়া লেগে থাকবে। সেক্ষেত্রে আবার সংক্রমণ হলে মুশকিল বাড়বে। তাই সিদ্ধান্ত হয় এখনই খুলবে না হস্টেলের দরজাও।
Comments are closed.