Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিনামূল্যে কোভিড ভ্যাকসিনের প্রতিশ্রুতিতে আচরণবিধি লঙ্ঘিত হয়নি : নির্বাচন কমিশন

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

বিহার বিধানসভা নির্বাচনের ইস্তেহারে বিজেপির দেওয়া বিনামূল্যে কোভিড ভ্যাকসিনের প্রতিশ্রুতি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেনি বলে তথ্য জানার অধিকার আইনের প্রশ্নের উত্তরে জানাল ভারতীয় নির্বাচন কমিশন।

দলীয় ইস্তেহার প্রকাশ করে বিহার নির্বাচনের বাজার গরম তুলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইস্তেহারে উল্লেখ করা হয়, সে রাজ্যে ক্ষমতায় এলে রাজ্যবাসীকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন প্রদান করবে বিজেপি। এরপরেই তুমুল হইহই পড়ে যায় রাজ্যজুড়ে। অতিমারীকে হাতিয়ার করে কেন্দ্রের শাসকদল নির্বাচনী সাফল্যের ফসল ঘরে তুলতে চাইছে বলে অভিযোগ করে বিরোধীরা। তাদের বক্তব্য যেখানে লক্ষাধিক মানুষ আক্রান্ত এবং দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটি মহামারীতে টিকা বিনামূল্যে নির্দিষ্ট একটি রাজ্যে ভোটের বিনিময়ে কেন সওদা করা হবে? এরমধ্যেই নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এই প্রতিশ্রুতি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা, জানার জন্য চিঠি দেন জনৈক সাকেত গোখলে। তাঁর উত্তরে কমিশনের তরফে জানানো হয়, “এই প্রতিশ্রুতিতে আদর্শ আচরণবিধির কোনও ভঙ্গ করেনি।” কমিশনের তরফে আরও জানানো হয়, “নির্বাচনী ইস্তেহারে কল্যাণকর কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে, তারমধ্যে কোনও আপত্তি থাকবে না।”

- Sponsored -

আগামী বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে করোনার ভ্যাকসিন চলে আসবে, এবং তা দেওয়া সম্ভব জানার পরেই নির্বাচন কমিশন জানায়, যে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত করা সম্ভব, সেগুলির মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনে কোনও বাধা নেই।

নির্মলা সীতারামনের ইস্তেহার প্রকাশ করার পরেই একযোগে পদ্মে কাঁটা ফোটাতে ময়দানে নেমে পড়েন রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে থেকে শুরু করে অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান, কাশ্মীরের নেতা ওমর আবদুল্লার মতো রাজনৈতিক নেতারা। প্রথমদিকে, সমালোচনার কোনও জবাব না দিলেও, পরে বিহারের বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব জানান, ন্যূনতম মূল্যে ভ্যাকসিন দেওয়া হবে, রাজ্য সরকার চাইলে সেই খরচ বহন করতে পারে। নির্বাচন কমিশনের জবাবের পরেই শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে বলেন, “নির্বাচন কমিশন বিজেপির শাখা, সুতরাং তাদের থেকে এর বেশি কিছু প্রত্যাশা করা যায় না।” যদিও কমিশনের এই জবাবের পর অনেকটাই স্বস্তিতে গেরুয়া শিবির।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.