কয়লা ব্লক বণ্টন মামলায় ৩ বছরের কারাদণ্ড প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা : কয়লা ব্লক বণ্টন মামলায় দুর্নীতির অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়ের ৩ বছরের কারাদণ্ড। ১৯৯৯ সালে ঝাড়খণ্ডে কয়লা ব্লক বণ্টন মামলায় নাম জড়ায় বাজপেয়ী জমানার কয়লা দফতরের এই প্রাক্তন রাষ্ট্রমন্ত্রীর। দিলীপ রায়ের পাশাপাশি ওই মামলায় দোষী সাব্যস্ত আরও দু’জনকে ৩ বছরের হাজতবাসের সাজা শুনিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। দোষী সাব্যস্ত প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানাও করেছেন বিশেষ বিচারক ভারত প্রসার।
১৯৯৯ সালে ঝাড়খণ্ডের গিরিডিতে ব্রহ্মডিহা কোল ব্লকের বরাদ্দ নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। সিবিআই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ডেরই আবেদন জানিয়েছিল। পাশাপাশি কয়লা মন্ত্রকের দুই শীর্ষ আধিকারিক প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় ও নিত্যানন্দ গৌতম এবং ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেডের অধিকর্তা মহেন্দ্র কুমার আগরওয়ালারও যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানায় সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে দিলীপ রায়কে। রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবেন বলে জানিয়েছেন দিলীপ রায়ের আইনজীবী।
Comments are closed.