২০২১-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা নয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা : মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় বসতে হবে না। করোনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা প্রতিবছর নভেম্বরে এবং উচ্চমাধ্যমিকের প্রতিবছর ডিসেম্বরে হয়ে থাকে।
কোভিড-১৯ মহামারীর কারণে গত মার্চ মাস থেকে গোটা দেশ-সহ রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঠনপাঠন সম্পূর্ণ বন্ধ। যেটুকু ক্লাস হচ্ছে তা অনলাইনের মাধ্যমেই। গ্রামেগঞ্জে ইন্টারনেট পরিষেবা দুর্বল হওয়ায় সেখানকার ছাত্রছাত্রীদের পড়াশোনা তেমন ভাবে এগোয়নি। পাশাপাশি অনেক পরিবারে স্মার্টফোন না থাকায় অনলাইনে ক্লাস করতেও পারেনি বহু ছাত্রছাত্রী। ফলে ব্যাহত হচ্ছে পঠনপাঠন। এরই মধ্যে শিক্ষা দফতর বহুবার বৈঠকে বসেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে। কীভাবে নেওয়া হবে টেস্ট পরীক্ষা, কীভাবেই বা হবে ফাইনাল বা চূড়ান্ত পরীক্ষা! সবদিক বিবেচনা করে রাজ্য সরকার ঠিক করেছে ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় বসতে হবে না। নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার সরাসরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বসবেন পরীক্ষার্থীরা।
Comments are closed.