Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

জিএসটি ক্ষতিপূরণ মেটানো নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

জিএসটি (GST) ক্ষতিপূরণের বকেয়া অর্থ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘ক্ষতিপূরণের অর্থ রাজ্যকে না দেওয়ার অর্থ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত করা।’’ মুখ্যমন্ত্রীর ভাষায়, “রাজ্যগুলি তাদের ভ্যাট-সহ প্রাপ্ত করের ৭০ শতাংশই জিএসটি পরিকাঠামোতে দিয়ে দিয়েছে। শর্ত ছিল, জিএসটি লাগু হওয়ার ফলে রাজ্যগুলির যে আর্থিক ক্ষতি হবে, প্রথম ৫ বছর তা দেবে কেন্দ্রীয় সরকার।” চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, “আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, শুধু গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি তখন শুধু বিরোধিতা করেননি, ২০১৩-র ডিসেম্বরে অরুণ জেটলি বলেছিলেন বিজেপি জিএসটির বিরোধিতা করেছে। কারণ, তারা মনে করে না যে জিএসটির ফলে রাজ্যগুলির ক্ষতির বিষয়ে তৎকালীন সরকারকে ভরসা করা যায়।” তিনি লেখেন, “তাঁর কথা আমাদের কানে বাজছে, কারণ জিএসটি ক্ষতিপূরণের অর্থ মেটানো নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের ওপর আস্থা হারিয়েছি।”

- Sponsored -

২০২০-র ২৪ মার্চ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “অর্থমন্ত্রী বলেছিলেন, এটি কেন্দ্রের রাজ্যগুলির প্রতি দায়বদ্ধতা যে তারা জিএসটি ক্ষতিপূরণের অর্থ মেটাবে।” প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজস্ব কমে যাওয়ায় লক্ষাধিক কর্মচারীর বেতন দেওয়া, বয়স্কদের পেনশন-সহ নানান ক্ষেত্রে অর্থের টান পড়ছে। ফলে রাজ্যের কৃষক, চাকরিজীবী এবং পেনশনভোগীদের যাতে টাকা দিতে সমস্যা দিতে না হয়, সেজন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য এবং কেন্দ্র, এর মধ্যে যে বিশ্বাসযোগ্যতা তা যেন না ভেঙে যায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠিতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.