Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘বাংলার কৃষকদের ১৮ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতির কী হল’, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পের টাকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কৃষকদের ১৮ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতির কী হল, চিঠিতে প্রশ্ন মমতার। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের টাকা কৃষকদের দ্রুত দেওয়া হবে। বিধানসভা নির্বাচনেও বিজেপির সঙ্কল্পপত্রে ঘোষণা করা হয়েছিল, ক্ষমতায় আসা মাত্রই বাংলার কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পে ১৮ হাজার টাকা করে দেওয়া হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চায় না বাংলার কৃষকরা এই প্রকল্পের সুবিধা পান। এবার সেই টাকা কৃষকদের দ্রুত দেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

- Sponsored -

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘রাজ্যে বার বার এসে আপনি বলেছেন, প্রত্যেক কৃষককে ১৮ হাজার করে টাকা ভাতা দেওয়া হবে। কিন্তু এখনও রাজ্যের কোনও কৃষক সেই ভাতা পাননি। তাই আমি অনুরোধ করছি যত দ্রুত সম্ভব পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা কৃষকদের টাকা দেওয়া হোক ও ২১ লক্ষ ৭৯ হাজার কৃষকের তথ্য প্রকাশ করা হোক’। পাশাপাশি ২০২০-র ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে পাঠানো চিঠির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, এখনও মন্ত্রকের পক্ষ থেকে কোনও উপযুক্ত জবাব মেলেনি।

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়েছেন, কেন্দ্রের নির্দেশ মেনে এই প্রকল্প কার্যকর করতে ৫ মাস আগে স্টেট নোডাল অফিসার নিয়োগ করেছে রাজ্য সরকার। সঙ্গে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প নিয়েও বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্য সরকার ৫৭.৬৭ লক্ষ কৃষককে এই প্রকল্পের আওতায় সুবিধা দিচ্ছে। বার্ষিক নগদের সঙ্গে কৃষকদের দুর্ঘটনাজনিত মৃত্যুতে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণও দিচ্ছে রাজ্য সরকার।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.