‘ম্যান মেড বন্যা’! প্রধানমন্ত্রীকে অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: বন্যার জলে ভাসছে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতা এবং হুগলির খানাকুল আরামবাগ-সহ বিস্তীর্ণ অঞ্চল। এদিন বন্যা পরিস্থিতি দেখতে হুগলিতে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে হুগলি না গিয়ে আমতার সেহাগোড়িতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি এই বন্যাকে ‘ম্যান মেড বন্যা’ বলে অভিযোগ করেন।
রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি-কেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, ডিভিসি-র অতিরিক্ত জল ছাড়ায় এবং তাদের জলাধারগুলিতে ড্রেজিং না করানোয় তার ফল ভুগতে হচ্ছে বাংলাকে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে মুখ্যমন্ত্রীকে ফোন করলে তখনও একই অভিযোগ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
পাশাপাশি আগামীদিনে নদীগুলি ড্রেজিং করে নদীর জলধারণ ক্ষমতা বাড়ানোর কথাও বলেন মুখ্যমন্ত্রী। রাতে জল বাড়ার আশঙ্কায় দিনের বেলায় যথাসম্ভব দুর্গতদের সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি। এদিন উদয়নারায়ণপুরেও বন্যা পরিস্থিতি দেখতে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে নবান্নে ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
Comments are closed.