হলদিয়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী, দিল্লিকে জানাল নবান্ন

নিজস্ব সংবাদদাতা: রবিবার হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে একথা প্রধানমন্ত্রীর দফতরকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল। তবে ঠিক কী কারণে মুখ্যমন্ত্রী থাকবেন না তা জানা যায়নি।
রবিবার হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী হলদিয়ায় আসার কথা বাংলায় ট্যুইট করেছেন।
সরকারি অনুষ্ঠানের পর একুশের বিধানসভা ভোটের প্রচারও সারবেন নরেন্দ্র মোদি। বিজেপি নীলবাড়ি দখলের জন্য হলদিয়ার পোর্ট ট্রাস্টের গেস্ট হাউস সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভা করছে। সেই সভার মুখ্য বক্তা হিসাবে থাকছেন নরেন্দ্র মোদি। মূলত মোদির হাত ধরেই প্রচার শুরু করে দিতে চলেছে বিজেপি।
Comments are closed.