Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘আমরা বিনা পয়সায় চাল দিচ্ছি, তোমরা বিনা পয়সায় গ্যাস দাও’, চ্যালেঞ্জ মমতার

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী ইস্তেহার থেকে কেন্দ্রীয় সংস্থার বেসরকারিকরণ—পুরুলিয়া থেকে মঙ্গলবার একের পর এক ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে তোপ দেগে নেত্রীর বক্তব্য, ‘ব্যাঙ্ক বন্ধ করে দিচ্ছে। কোল ইন্ডিয়া, রেল, বিএসএনএল বন্ধ করে দিচ্ছে। সব কারখানা বন্ধ করে দিচ্ছে। শুধু মোদির মিথ্যা কথা বলার কারখানা চালু রয়েছে।’ নেত্রীর চ্যালেঞ্জ, ‘আমরা যদি বিনা পয়সায় চাল দিতে পারি, তোমাকে বিনা পয়সায় গ্যাস দিতে হবে।’

- Sponsored -

কয়েকদিন আগেই পুরুলিয়ায় এসে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে জলসংকট দূর হবে। মঙ্গলবার পুরুলিয়া পারা, কাশীপুর ও রঘুনাথপুরে নির্বাচনী প্রচারে গিয়ে সেই কথারই পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলের সমস্যা সমাধানে রুটম্যাপ তৈরি করার কথা জানান নেত্রী। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে জেলাজুড়ে হোম ট্যুরিজম তৈরির প্রতিশ্রুতিও দেন নেত্রী। উনিশে পুরুলিয়াবাসীর হারানো আস্থা ফের একবার জিততে এদিন কর্মসংস্থানের ঢালাও প্রতিশ্রুতি দেন তৃণমূলনেত্রী। লোকসভায় পুরুলিয়ায় পরাজিত হওয়ার কারণ হিসেবে দলের ব্যর্থতা কার্যত মেনে নিলেও গেরুয়া শিবিরকে তোপ দাগতে ছাড়েননি মমতা। তাঁর বক্তব্য, ‘আমি জানি এখানে প্রবলেম ছিল। আগে মিথ্যা বলে এমপি জিতিয়ে নিয়ে চলে গেল। সে একদিনও এসেছে।’ এরপরেই নেত্রী প্রতিশ্রুতি, ‘ ক্ষমতায় এলে দরজায়-দরজায় বিনা পয়সায় রেশন পৌঁছে দেবে তৃণমূল।’ দলনেত্রীর আর্জি, ‘প্রার্থী কে ভুলে যান। সংসার আমি তৈরি করি। যদি চান আমি সরকার গঠন করি। তাহলে তৃণমূল প্রার্থীকে ভোট দিন।’

একুশে বাংলা দখলের লক্ষ্য নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। এদিন গেরুয়া শিবিরের সেই ইস্তেহারের সমালোচনা করতে গিয়ে ত্রিপুরা ও অসমে বিজেপি ইস্তাহারের প্রসঙ্গ টেনে আনেন মমতা। নেত্রীর অভিযোগ, ‘ত্রিপুরা, অসমের ইস্তাহারে সবাইকে স্থায়ী কর্মী করার প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি।’

মঙ্গলবারের প্রচারমঞ্চ থেকে শুধু বিজেপি বা বিরোধী আক্রমণই নয়। পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বাউরির প্রার্থীপদ বাতিল নিয়েও কমিশনকে তোপ দাগেন নেত্রী। জয়পুরে আমাদের প্রার্থীর মনোনয়ন বাতিল করে দিল। ছোট ভুলে বড় ভুল। এরকম এই প্রথম দেখলাম।’ এরপরই তাঁর বার্তা, ‘ওখানে যে নির্দল প্রার্থী লড়ছেন, দিব্যজ্যোতি সিং দেও, ওঁকে আমরা সমর্থন দেব। আপনারা ওঁকে ভোটে জেতান। ওঁ জিতলে তৃণমূলে যোগ দেবে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.