Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কেন্দ্রের কাছে জয়েন্ট-নিট পরীক্ষা স্থগিত রাখার আবেদন মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে ফের একবার কেন্দ্রের কাছে জয়েন্ট-এন্ট্রাস মেইন এবং নিট-ইউজি পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝুঁকির কথা বিবেচনা করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়ালকে ট্যুইট করে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি আরও একবার আবেদন জানাচ্ছি, ঝুঁকির কথা বিবেচনা করে, ছাত্রছাত্রীদের কথা ভেবে জয়েন্ট এবং নিট পরীক্ষা স্থগিত করা হোক।”

- Sponsored -

মুখ্যমন্ত্রী এদিন ট্যুইটে আরও বলেন, “শেষ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ইউজিসির সূচি অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম। এখন পরীক্ষা নেওয়া মানে ছাত্রছাত্রীদের বড়সড় ঝুঁকির সামনে ফেলে দেওয়া।”

সেপ্টেম্বরের ১-৬ সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা (জয়েন্ট-এন্ট্রাস মেইন) এবং ১৩ সেপ্টেম্বর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হবে। করোনা আবহে পরীক্ষা ফেলায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন ১১ জন ছাত্র ও তাঁদের অভিভাবকরা। সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ সেই আবেদন নাকচ করে জানিয়ে দেয়, “করোনা সংক্রমণের কারণে জীবন থমকে থাকবে না। পরীক্ষা পিছিয়ে দিলে একটা বছর নষ্ট হবে ছাত্রছাত্রীদের। সেকথাই চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সুপ্রিম নির্দেশের পরেই কেন্দ্রীয় সরকার ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড আপলোড করার কাজ ইতিমধ্যেই শুরুও করে দিয়েছে। কেন্দ্রের যুক্তি সাড়ে ৬ লক্ষের বেশি পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন। কোনওমতেই এখন পরীক্ষা পিছিয়ে দেওয়া সম্ভব নয়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.