Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘প্রধানমন্ত্রী অধর্সত্য বলছেন, বিভ্রান্ত করতে চাইছেন’ : মমতা

নিজস্ব সংবাদদাতা : কিসান সম্মান নিধির যোজনা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘প্রধানমন্ত্রী অধর্সত্য বলছেন। পরিকল্পনামাফিক ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন।’ বলে নরেন্দ্র মোদিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘লক্ষ লক্ষ কৃষক কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে। আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। কেন্দ্রের এই সিদ্ধান্তে কোনও কৃষকই খুশি নন।’

- Sponsored -

প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘কেন্দ্র–রাজ্য হাতে হাত রেখে কাজ করবে সেটাই স্বাভাবিক। কেন্দ্রের একাধিক প্রকল্প বাস্তবায়ন করে রাজ্য সরকার। একমাত্র ব্যতিক্রম কিসান সম্মান নিধি। কেন রাজ্যকে পাশ কাটিয়ে কৃষকদের টাকা দিতে চায় কেন্দ্র?’

পাশাপাশি মোদির অভিযোগের জবাবে সাংসদ সৌগত রায় বলেন, ‘গত ১০ বছরে বাংলায় কোনও কৃষক আন্দোলন দেখেছেন? এখানকার কৃষকদের রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। তাঁরা ভাল আছেন। রাজ্যে কৃষকদের জন্য বরাদ্দ বেড়েছে ৫ গুণ।  মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের ৪৭ লক্ষ কৃষকের জন্য ২ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে। মহারাষ্ট্র, কর্নাটকে কৃষকরা ব্যাপক হারে আত্মহত্যা করছেন। মোদি তার সমাধান করেননি। মূল বিষয় থেকে সরে যাচ্ছেন মোদি।’

উল্লেখ্য, কিসান সম্মান নিধি যোজনা নিয়ে ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, ‘এই যোজনা থেকে শুধু পশ্চিমবঙ্গে ৭০ লক্ষ কৃষক বঞ্চিত। বাংলার সরকার রাজনীতির কারণে কৃষকদের সরকারি প্রকল্প থেকে দূরে রেখে দিয়েছে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.