‘পঞ্চবটী’-তে মোদি-মমতা বৈঠক, টিকা সরবরাহ বৃদ্ধি ও রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কথা
নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসার পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রীর নয়াদিল্লির ৭ নং লোককল্যাণ মার্গের বাসভবন ‘পঞ্চবটী’-তে আধ ঘণ্টার বৈঠক হয় মোদি-মমতার। দিনভর এই বৈঠকের দিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তৃতীয় তৃণমূল সরকার গঠনের পর এটা সৌজন্য সাক্ষাৎ। সংবিধান মেনে নির্বাচনে জিতলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হয়। আমি সেটা করতেই এসেছি। দীর্ঘ দুই বছর পর দিল্লিতে এলাম।’
Today, Hon'ble CM @MamataOfficial met with the Hon'ble PM @narendramodi ji.
Key issues with regard to our nation were discussed. Going ahead, we hope that the top priority of the @BJP4India government remains our people. Jeopardizing their safety & security cannot be accepted. pic.twitter.com/RQo6CNqHxO
— All India Trinamool Congress (@AITCofficial) July 27, 2021
বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের করোনার টিকা সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছি এবং রাজ্যের নাম পরিবর্তনের বিষয়েও কথা বলেছি। রাজ্যের নাম বদল নিয়ে এখনই উদ্যোগী হোক কেন্দ্র। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন বিষয়গুলি বিবেচনা করবেন।’
এর আগে, এদিন দুপুরে দুই কংগ্রেস নেতা কমলনাথ ও আনন্দ শর্মার সঙ্গে এবং সন্ধ্যায় বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক প্রসঙ্গে কমলনাথ জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। মূল্যবৃদ্ধি, দেশের আইনকানুন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দীর্ঘদিনের পরিচয়। সেই সুবাদেই এই সৌজন্য সাক্ষাৎকার।’
Comments are closed.