‘কৃষকদের পাশে রয়েছি’, ‘নতুন কৃষকবন্ধু’ প্রকল্পের সূচনা করে বললেন মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা : ‘নতুন কৃষকবন্ধু’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একলাফে দ্বিগুণ বৃদ্ধি করা হল ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা। ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হল ১০ হাজার টাকা। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকরা। আজকে ২২টা জেলায় ৯ লাখ ৭৮ হাজার কৃষককে ২৯০ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে।’
I am happy to announce that GoWB is relaunching the #KrishakBandhu Scheme by doubling the annual financial support for all farmers & share-croppers.
Farmers will now receive an increased financial support from ₹5,000 to ₹10,000 for one acre or more of cultivable land. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2021
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন কৃষক বন্ধু প্রকল্প যেটা আইনে পরিণত হচ্ছে, সেই প্রকল্পে ৬২ লক্ষ মানুষ কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তা রয়েছেন।’ মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘কেন্দ্রীয় প্রকল্প অর্থাৎ পিএম কিষাণ সম্মান যোজনার সুবিধা সব কৃষক পাচ্ছেন না। বর্গাদার, খেতমজুররাও পাচ্ছেন না। কিন্তু কৃষকবন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের সব কৃষককে আনা হয়েছে। খেতমজুরদেরও ভাতা বাড়ানো হয়েছে। দেশে গত ৬ মাস ধরে কৃষক আন্দোলন চলছে। বাংলা তার ব্যতিক্রম। ৭০ লাখ কিসান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। আরও ২০ লাখ কৃষক কিসান ক্রেডিট কার্ড পাবেন। কৃষকদের মৃত্যুতে ২ লাখ টাকা দেওয়া হবে।’
Comments are closed.