Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘বাংলাকে ভাতে মারতে চাইছে, অক্সিজেন দিচ্ছে না’, কেন্দ্রকে তোপ মমতার

নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে ফের একবার কেন্দ্র সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুর্গাপুর থেকে এক সাংবাদিক সম্মেললে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারতে চাইছে। অক্সিজেন দিচ্ছে না। তার উপর বাংলার অক্সিজেন সাপ্লাই চেন সেল উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে। দরকার লাগলে নেবে, কিন্তু আগে দেখতে হবে তো এ রাজ্যের কী অবস্থা। তা দেখা হচ্ছে না।’ পাশাপাশি মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘এই মুহূর্তে আমাদের কাছে ২০ হাজার সিলিন্ডার মজুত রয়েছে। আমরা রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন পুরোটা নিয়ে নিয়েছি। শিল্পের কাজে ব্যবহার করার অক্সিজেন এবার স্বাস্থ্যে ব্যবহার করা হবে।’

- Sponsored -

এদিকে দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। আর এই সংকটকালে রাজ্যে উৎপাদিত অক্সিজেন যেন ভিন রাজ্যে না পাঠানো হয়, তার জন্য কেন্দ্রকে চিঠি লিখে অনুরোধ জানাল রাজ্য সরকার। গত বুধবার এক চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকার জানায়, করোনায় অক্সিজেন সংকট চলছে যে রাজ্যগুলিতে, সেখানে পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন ২০০ টন অক্সিজেন ভিনরাজ্যে পাঠাবে তারা। তারপরেই স্বাস্থ্য দফতরের তরফে কেন্দ্রকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে যে হারে করোনা ছড়াচ্ছে তাতে আগামী সপ্তাহ থেকেই রাজ্যে রোজ ৪৫০ টন অক্সিজেন দরকার হবে। এই পরিস্থিতিতে রাজ্য থেকে রোজ ২০০ টন অক্সিজেন নিয়ে গেলে পশ্চিমবঙ্গে অক্সিজেনের সংকট তৈরি হবে। তাই আপাতত এ রাজ্য থেকে অক্সিজেন রফতানি বন্ধ রাখা হোক।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.