‘গুজরাত বানাতে দেব না, বাংলায় বিভাজনের কোনও স্থান নেই’, সংগীত মেলায় মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদাতদাতা : বুধবার সংগীত মেলার উদ্বোধন মঞ্চ থেকে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহকে কার্যত হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় এসে বাংলার যতই নিন্দা করুন, বাংলাকে গুজরাত বানাতে দেব না। বাংলায় বিভাজনের কোনও স্থান নেই। সকলের ধর্ম আলাদা হলেও মানুষ কিন্তু একই। গোটা মানবজাতি একটা পরিবার। একে ভাগ হতে দেব না।’
বুধবার আলিপুরের উত্তীর্ণতে সংগীত মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার যে বিভিন্ন শিল্পীদের পাশে দাঁড়িয়েছে সে কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে সারা বাংলায় ৬৩০টি মেলার আয়োজন করবে রাজ্য সরকার। এর ফলে এই পরিস্থিতি শিল্পীরা আর্থিকভাবে উপকৃত হবেন।’ এদিন সংগীত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাঁওতাল শিল্পী বাসন্তী হেমব্রমকে সংগীত সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে শিল্পী বাসন্তীর সঙ্গে নাচে পাও মেলান মুখ্যমন্ত্রী। পাশাপাশি পাহাড় থেকে জঙ্গলমহলের লোকপ্রসার শিল্পীদের সম্মানিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মেলা।
Comments are closed.