থাকা–খাওয়া-বাসস্থানের ব্যবস্থা, বাগবাজারে ভস্মীভূত বস্তির গৃহহীনদের পাশে মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা : বাগবাজারে বুধবার সন্ধেয় আগুনে পুড়ে যাওয়া বস্তি বৃহস্পতিবার পরিদর্শন করে গৃহহীনদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন বাগবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের থাকা–খাওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার, এদিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী শশী পাঁজা, কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, পুলিশ কমিশনার অনুজ শর্মা প্রমুখ।
ভস্মীভূত বস্তি পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কলকাতার পুরসভার পক্ষ থেকে আগের মতো সকলের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হবে। সকলের থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছি আমরা। যতদিন না বাড়ি তৈরি হচ্ছে, ততদিন মহিলা কলেজেই থাকবেন আশ্রয়হীনরা।’
উল্লেখ্য, বুধবার সন্ধে সাড়ে ছটা নাগাদ আগুন লাগে বাগবাজার বস্তিতে। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। বিস্ফোরণ হয় একের পর এক গ্যাস সিলিন্ডার। ভস্মীভূত হয় ১০০টিরও বেশি ঝুপড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছেন প্রায় ৬০০ মানুষ। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বস্তি সংলগ্ন মায়ের বাড়ির উদ্বোধনী কার্যালয়ও। আগুনের গ্রাসে সর্বহারারা আশ্রয় নেন বাগবাজার মহিলা কলেজে।
Comments are closed.