Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দুর্গাপুজোয় কল্পতরু মমতা, ৫০ হাজার টাকা অনুদান পুজো কমিটিগুলিকে

নিজস্ব সংবাদদাতা : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় দরাজহস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠকে আর্থিক সাহায্য একলপ্তে অনেকটাই বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন, ‘সব রেজিস্টার্ড দুর্গাপুজো কমিটিকে এবার ৫০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার।’ পাশাপাশি করোনা আবহে কড়া বিধিনিষেধের উপরও জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘রোগকে হারিয়ে বাংলা জিতবেই।’

উল্লেখ্য, গত বছর রাজ্যের প্রতিটি পুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি মহিলা পরিচালিত পুজো কমিটিগুলিকে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এবার সেই অনুদান এক ধাক্কায় বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হল।

- Sponsored -

অনুদান বৃদ্ধির পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন পুরকর, দমকল ফি, বিদ্যুতের ক্ষেত্রে ৫০ শতাংশ কর মকুবের কথাও ঘোষণা করেন। সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় এই ছাড় পাওয়া যাবে। নেতাজি ইন্ডোরের বৈঠকে পুজো কমিটির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘এবার আর্থিক পরিস্থিতি ভাল নয়। পুজো কমিটিগুলি বিজ্ঞাপন পাওয়া নিয়ে চিন্তায় রয়েছে। স্পনসরও পাচ্ছে না। তাই রাজ্য সরকার সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়াচ্ছে।’

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ নিয়ে সচেতনতার উপর জোর দিলেন। উদ্যোক্তাদের বললেন, ‘পুজোয় যাতে সংক্রমণ না ছড়ায় খেয়াল রাখুন। এবারে এমনভাবে প্যান্ডেল করুন যাতে শারীরিক দূরত্ব বজায় রাখা যায়। মণ্ডপে মাস্ক, স্যানিটাইজার, ফেসশিল্ড রাখুন। ভলান্টিয়ার বেশি করে রাখুন।’

মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের আবেদন করে বলেন, ‘সকলে যেন একসঙ্গে অঞ্জলি না দেন। সিঁদুর খেলাতেও একসঙ্গে নয়।প্রসাদ বিতরণও সাবধানে করুন। পারলে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখুন। একটু তো নিয়ম মেনেই চলতে হবে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.