১৮ বছর বয়স থেকে সব রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা : সম্পূর্ণ বিনামূল্যে ১৮ বছর বয়স থেকে সব রাজ্যবাসীকে করোনার টিকা দেবে রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুরের তপনে নির্বাচনী জনসভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে টিকার দাম নিয়ে সুর চড়ান তৃণমূল নেত্রী।
One nation, one party, one leader shouts BJP all the time but to save lives they can’t have one price for vaccine.
Every Indian needs free vaccine, regardless of age, caste, creed, location. GoI must fix ONE price for Covid vaccine irrespective of who pays— Centre or the States.
— Mamata Banerjee (@MamataOfficial) April 22, 2021
বুধবারই সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ডের প্রতিটি ডোজ ৪০০ টাকায় বিক্রি করা হবে। বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা। যদিও কেন্দ্র প্রতি ডোজ পাবে মাত্র ১৫০ টাকায়। এই বৈষম্য নিয়েই সরব হন তৃণমূল নেত্রী। ট্যুইটে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, ‘এক দেশ, এক দল, এক নেতৃত্বের কথা বলে বিজেপি। কিন্তু জীবন বাঁচাতে এক দরে টিকা দিতে পারে না। রাজ্য ও কেন্দ্রের জন্য আলাদা দর হওয়া উচিত নয়।’
Comments are closed.