“দুয়ারে দুয়ারে সরকার”, বাঁকুড়ার খাতড়ায় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
নিজস্ব সংবাদদাতা: আমজনতার ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দিতে বাঁকুড়ার খাতড়ার সিধু-কানহু স্টেডিয়াম থেকে নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ঘরে ঘরে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেন সরকারি আধিকারিকদের পাশাপাশি দলীয় কর্মীদের।
সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী নতুন প্রকল্পের নাম দিলেন ‘দুয়ারে দুয়ারে সরকার’। এদিন খাতড়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন, “ব্লকে ব্লকে ক্যাম্প করতে হবে সব দফতরকে নিয়ে। সেখানে কোনও মানুষ যদি বলেন, আমার এটা দরকার, সেটা দরকার, তা সঙ্গে সঙ্গে দিতে হবে। যদি সম্ভব না হয় তাহলে পরে তাঁদের পরিষেবা দিতে হবে।” মুখ্যমন্ত্রীর কথায় এই অভিযান চলবে আগামী ১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।
বাঁকুড়ার খাতড়ার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আগামী বছর থেকে বিরসা মুণ্ডার জন্মদিনে সরকারি ছুটি থাকবে।” মুখ্যমন্ত্রী এদিন ৩৫৩ কোটি টাকার ৩২টি সরকারি প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন খাতড়ায়।
Comments are closed.