ঢালাও শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই নিয়োগ প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে

নিজস্ব সংবাদদাতা : প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ঢালাও শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুজোর আগে মোট ২৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। এদিন নবান্ন থেকে শিক্ষক নিয়োগ সেরে ফেলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পুজোর পরে আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। সবমিলিয়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘মেধার ভিত্তিতে স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। চাকরি পাওয়ার জন্য কারও কাছে লবি করার প্রয়োজন নেই, মেধার ভিত্তিতে হবে সম্পূর্ণ নিয়োগ। আদালতে মামলা চলছিল বলে এতদিন নিয়োগ আটকে ছিল।’
শিক্ষক নিয়োগ ঘিরে দীর্ঘদিন ধরে টালবাহানা চলেছিল রাজ্যে। রাজ্যে শিক্ষক আন্দোলন বাংলার শাসকদলের কাছে মাথাব্যথা ছিল। এই ইস্যুকে ঘিরে বাংলার শাসকদলকে বরাবরই নিশানা করেছে বিরোধী শিবির। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণার পর স্বভাবতই খুশি শিক্ষকমহল।
Comments are closed.