বনগাঁয় ব্যবসায়ী অপহরণে ধৃত সিভিক ভলেন্টিয়ার-সহ ২

নিজস্ব সংবাদদাতা : ব্যবসায়িক পার্টনারের বিরুদ্ধে অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠল বনগাঁয়। পাওনা টাকা আদায় করতে গিয়ে খোদ পার্টনারকে অপহরণের ঘটনায় গ্রেফতার অপর ব্যবসায়ী-সহ এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পশ্চিমপাড়ায়।
পুলিশ সূত্রে খবর, অপহৃত ব্যবসায়ী বিপ্লব বিশ্বাস বনগাঁ থানার বকশিপল্লির বাসিন্দা। নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী সুইটি বিশ্বাস সোমবার বনগাঁ থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্তে নামে। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে খোঁজ পায় বিপ্লবের। সোমবার রাতে ব্যবসায়ীকে উদ্ধার করা হয় পশ্চিমপাড়ার ব্যবসায়ী সৌরভ দের বাড়ি থেকে। সৌরভ বিপ্লবের ব্যবসায়িক পার্টনার। এই ঘটনায় সৌরভের সহযোগী বনগাঁর কলেজপাড়ার বাসিন্দা শিবাজি বসুকেও গ্রেফতার করে পুলিশ। ধৃত শিবাজি পেট্রাপোল থানার সিভিক ভলান্টিয়ার বলে জানা গেছে। বনগাঁ মহকুমা আদালতের মুখ্য সরকারি আইনজীবী সমীর দাস জানিয়েছেন, সৌরভ দে ও শিবাজি বসুকে আদালতে তোলা হলে সৌরভের ৩ দিনের পুলিশ হেফাজত এবং শিবাজির ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।
Comments are closed.