নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় তদন্ত সিআইডির
নিজস্ব সংবাদদাতা : নন্দীগ্রামে প্রচারে গিয়ে বিরুলিয়া বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় তদন্তভার নিল সিআইডি। আগামীকালই গোয়েন্দাদের দল পৌঁছে যাবে নন্দীগ্রামে। সেখানে পৌছে কথা বলবেন প্রত্যক্ষদর্শী মানুষজনদের সঙ্গে। জানতে চাইবেন সে দিন ঠিক কী ঘটনা ঘটেছিল, কীভাবে মুখ্যমন্ত্রীর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এলাকাবাসীরা তা নিয়েও।
১০ মার্চ দুপুরে হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পেশ করেছিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই সন্ধেয় বিরুলিয়া বাজারে থাকাকালীন পায়ে গুরুতর চোট পান মমতা। তড়িঘড়ি তাঁকে ফিরিয়ে আনা হয় কলকাতায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মুখ্যমন্ত্রীকে। ঘটনায় রাজনৈতিক পারদ তুঙ্গে উঠলে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় জখম হওয়ার ঘটনায় মুখ্যসচিব ও সিইও-র কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। এমনকী দুই বিশেষ পর্যবেক্ষকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন। এরপর কর্তব্যে গাফলতির অভিযোগে সরানো হয় রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারকে।
Comments are closed.