ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে হৃদরোগে লুটিয়ে পড়লেন ক্রিস্তিয়ান এরিকসেন

নিজস্ব সংবাদদাতা : ইউরো কাপে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই আচমকা হৃদরোগে লুটিয়ে পড়লেন ডেনমার্কের সেরা তারকা ক্রিস্তিয়ান এরিকসেন। পরিস্থিতি বুঝে কিছু সময়ের জন্য খেলা বন্ধ করে দেন রেফারি। সঙ্গে সঙ্গে তাঁকে সিপিআর দেন ডেনমার্ক অধিনায়ক সাইমন কায়ের। এরপর চিকিৎসকরা এলে তাঁদের ঘিরে দেওয়াল তৈরি করেন ফুটবলাররা।
ম্যাচের ৪২ মিনিটে বল বাউন্ডারি লাইনের বাইরে চলে গিয়েছিল। থ্রো-ইন থেকে বল রিসিভি করতে ছুটে যান এরিকসেন। সেই সময়ই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বল হাঁটুতে লাগলেও সঙ্গে সঙ্গেই পড়ে যান তিনি। দ্রুত খেলা থামিয়ে দেন রেফারি অ্যান্টনি টেলর। সবাই ছুটে যান এরিকসেনের দিকে। মাঠেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা। মিনিট দশেক পর এরিকসেনকে নিয়ে যাওয়া হাসপাতালে। পরে আবার খেলা শুরু হলে ফিনল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যায় ডেনমার্ক।
Comments are closed.