অরুণাচলের ৯০ হাজার বর্গ কিমি এলাকা নিজেদের বলে দাবি চিনের, বিবৃতি রাজনাথ সিংয়ের

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
সীমান্তে চিনা সেনার আগ্রাসনের মোকাবিলা করেছে ভারতীয় সেনা বাহিনী। বৃহস্পতিবার রাজ্যসভায় ভারত-চিন সীমান্ত নিয়ে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজ্যসভায় বিবৃতিতে তিনি বলেন, “এই আগ্রাসনের ঘটনায় ভারতীয় বাহিনী পদক্ষেপ দেখিয়েছে। চিনের প্ররোচনামূলক পদক্ষেপে সংযম দেখিয়েছে এবং ভারতীয় ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখতে শৌর্যের পরিচয় দিয়েছে। বিশ্বের কোনও শক্তি লাদাখে ভারতীয় সেনার টহলদারি আটকাতে পারবে না।”
China also claims approximately 90,000 sq. kms. of Indian territory in the Eastern Sector of the India-China boundary in Arunachal Pradesh: Defence Minister Rajnath Singh in Rajya Sabha https://t.co/JnfXsq4kiO pic.twitter.com/W8GJ0WYC7i
— ANI (@ANI) September 17, 2020
রাজ্যসভায় প্রতিরক্ষা মন্ত্রী এদিন বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অন্তত ৩৮ হাজার বর্গ কিমি এলাকা বেআইনি ভাবে দখল করে রেখেছে চিন। পাশাপাশি অরুণাচল প্রদেশের প্রায় ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করেছে চিন। এছাড়াও, ১৯৬৩-র Sino-Pakistan Boundary Agreement-এর চুক্তি অনুযায়ী, ভারতীয় ভূখণ্ডের পাক অধিকৃত কাশ্মীরের ৫১৮০ বর্গ কিলোমিটার এলাকা পাকিস্তান চিনকে দিয়েছে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী জানান, “১৫ জুন ভারতীয় ভূখণ্ডর অখণ্ডতা রক্ষা করতে আত্মবলিদান দেন কর্নেল সন্তোষ বাবু-সহ ১৯ জন বীর সৈনিক। গলওয়ানের সংঘাতের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাদাখে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলে মনোবল বাড়ান। স্পষ্ট করেন গোটা দেশ সেনাবাহিনীর পাশে আছে।”
Comments are closed.