ছোটদের সাহিত্য পত্রিকা ‘নয়ন’-এর শারদ সংখ্যা উন্মোচন

নিজস্ব সংবাদদাতা : গান্ধি জয়ন্তীর বৃষ্টিভেজা সন্ধ্যায় উন্মোচন হল ছোটদের সাহিত্য পত্রিকা “নয়ন”-এর শারদ সংকলনের। ৩৬ বছর ধরে সাফল্যের সাথে পথচলা এই পত্রিকার শারদ অনুষ্ঠান প্রকাশিত হল মেদিনীপুর শহরের সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র রবীন্দ্র নিলয়ে। সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান পত্রিকার সম্পাদক সাহিত্যিক বিদ্যুৎ পাল। ছোটদের পত্রিকা নয়নের রীতি অনুযায়ী স্বাগত ভাষণ দেন শিশু বাচিকশিল্পী অহনা মিশ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেদিনীপুর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ।
অনুষ্ঠানের চিরাচরিত নিয়ম অনুযায়ী এবারে শিশু সভাপতির পদ অলংকৃত করেন দেবপূর্ণা সুরাল। বিশেষ অতিথি মেদিনীপুরের উদীয়মান শিশু আবৃত্তি শিল্পী অনুভব পালকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ বি বি মণ্ডল, বাচিকশিল্পী অমিয় পাল, সঙ্গীতশিল্পী হায়দার আলি, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণচন্দ্র ওঝা, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মণ্ডল প্রমুখ বিশিষ্টজনেরা। ছিলেন মেদিনীপুর সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য-সহ অন্যান্য ক্ষেত্রের বিশিষ্টজনেরাও। এদিনের অনুষ্ঠানে মেদিনীপুরের তরুণ কবি নিসর্গ নির্যাস মাহাতোর হাতে নয়ন পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব তুলে দেওয়া হয়। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বাচিকশিল্পী রত্না দে।
উল্লেখ্য বিগত ৩৬ বছর ধরে একনাগাড়ে সাফল্যের সঙ্গে ছোটদের সাহিত্য পত্রিকা “নয়ন” প্রকাশ করে চলেছেন নয়নের সম্পাদক সাহিত্যিক বিদ্যুৎ পাল। এবারের শারদ সংকলনের প্রচ্ছদ অঙ্কন করেছেন শিল্পী সুদীপ মাইতি।
Comments are closed.