Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

শিশুপাচারের অভিযোগ! বাঁকুড়ায় গ্রেফতার প্রিন্সিপাল-সহ আট

নিজস্ব সংবাদদাতা : স্কুলের প্রিন্সিপালই শিশুপাচারকারী! এই অভিযোগে গ্রেফতার  হলেন বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল কমলকুমার রাজোরিয়া। রবিবার চার শিশুকে পাচারের সময় হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনায় স্কুলের শিক্ষিকা-সহ আরও সাত জনকে গ্রেফতার করা হয়েছে। অধ্যক্ষ এবং এক শিক্ষিকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট পাঁচটি শিশুকন্যা। বাঁকুড়া ১ নম্বর ব্লকের কালপাথর এলাকারই সিবিএসই বোর্ড স্কুলের প্রিন্সিপাল কমলকুমার রাজোরিয়া। ঘটনায় মূল অভিযুক্ত তিনি। মূল অভিযুক্ত রাজস্থানের বাসিন্দা কমলকুমার বছর পাঁচেক ধরে বাঁকুড়ার জওহর নবোদয় স্কুলের দায়িত্বে রয়েছেন।

- Sponsored -

এদিকে শিশুপাচার চক্র চালানোর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন কালপাথর এলাকার মানুষজনেরা। প্রতিবাদে পথ অবরোধও করেন তারা। এ প্রসঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, ‘স্কুলের পাশেই আমাদের দলীয় কার্যালয়। গত রবিবার দলের কয়েকজন কর্মী দেখেন চার শিশুকে ৬০ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি মারুতি ভ্যানে জোর করে তোলা হচ্ছে। এমনকী সেখানে প্রিন্সিপালও উপস্থিত ছিলেন। তার হাবভাবে সন্দেহ হওয়ায় দলীয় কর্মীরা ছুটে যান। এরপর প্রিন্সিপাল সেখান থেকে পালিয়ে যান। সন্দেহ জোরালো হয়। এরপর ওই শিশুদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’ ঘটনাটি জানাজানি হতে রবিবার রাতেই প্রিন্সিপাল-সহ অন্যান্যদের চাপে পড়ে গ্রেফতার করে পুলিশ। সোমবারই অভিযুক্তদের আদালতে তোলা হলে প্রিন্সিপাল-সহ তিন জনকে সাত দিনের পুলিশ হেফাজত এবং অন্য পাঁচজনকে সাত অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.