বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার দক্ষিণবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার দক্ষিণবঙ্গের প্লাবিত এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে করে পরিদর্শন করবেন হাওড়ার আমতা-উদয়নায়ায়ণপুর, হুগলির খানাকুল-আরামবাগ, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে হুগলির খানাকুলের ঘোষপাড়ায়। মঙ্গলবার হেলিপ্যাড তৈরির কাজ দেখতে খানাকুলে এসেছিলেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব।
একদিকে প্রবল বৃষ্টি, অন্য দিকে মাইথন, পাঞ্চেত এবং দুর্গাপুর ব্যারাজ থেকে নিয়মিত জলছা়ড়া। সব মিলিয়ে খানাকুল এবং জাঙ্গিপাড়া, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতার বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। খানাকুল-২ নম্বর ব্লকের রাজহাটি, রামচন্দ্রপুর, জগৎপুর, মারোখানা, বাসাবাটি এলাকা এখনও জলের তলায়। ইতিমধ্যেই সেনাবাহিনীর কপ্টার এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা বন্যায় আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করে নিয়ে এসেছেন ত্রাণশিবিরের নিরাপদ আশ্রয়ে।
এদিকে একটানা বৃষ্টির জেরে ভাসছে বাংলা। বন্যার ফলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। প্লাবিত রাজ্যের বিভিন্ন জেলা। মঙ্গলবার নবান্ন থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নিম্নচাপ কেটে গেলেও গঙ্গার জল ছাপিয়ে গেছে বহু জায়গায়। অন্যদিকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে দুর্গাপুর ব্যারেজ। যার ফলে প্লাবিত দামোদর সংলগ্ন বহু নীচু এলাকা। সবমিলিয়ে গোটা জেলা জুড়ে বানভাসি অবস্থা। অসহায় সাধারণ মানুষ।
Comments are closed.