৪ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : ফের জেলা সফর শুরু করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ সেপ্টেম্বর প্রায় ৬ মাস পর মুখ্যমন্ত্রীর সদলবলে প্রশাসনিক জেলা সফর শুরু হচ্ছে উত্তরবঙ্গ দিয়ে। ২১ তারিখ মুখ্যমন্ত্রী কলকাতা থেকে আকাশপথে পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে। ৪ দিনের সফরে পাঁচ জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধনাসভার আগে এই প্রশাসনিক বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মূলত বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী যাবতীয় প্রশাসনিক কাজ এবং পরিকল্পনা গুছিয়ে নিতেই এই সফর।
নবান্ন সূত্রের খবর, ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বাগডোগরা পৌঁছে যাবেন উত্তরকন্যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক এই সচিবালয়েই টানা ৪ দিন থাকবেন তিনি। ২২ তারিখ উত্তরকন্যাতেই বৈঠক করবেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং বিধায়কদের সঙ্গে। উত্তরকন্যাতেই ২৩ তারিখ দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের প্রশাসনিক কর্তা ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ২৪ তারিখ বাগডোগরা হয়ে কলকাতায় ফিরে আসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Comments are closed.