স্বাস্থ্যসাথীর পরিষেবা না দিলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কাউকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। রানাঘাট থেকে পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও বেসরকারি হাসপাতাল থেকে অনেক রোগীকে ফিরতে হচ্ছে বলে অভিযোগ উঠছে প্রায় নিত্যদিন। এবার থেকে পরিষেবা না দিলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও দিয়েছেন বেসরকারি হাসপাতালগুলোকে।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘আমরা স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছি সকলের জন্য। কিন্তু শুনতে পারি, বেশ কিছু বড় বড় হাসপাতালও বলে, আমরা স্বাস্থ্যসাথী করব না। কিন্তু আমরা হাল ছাড়ব না, আগেও মিটিং হয়েছে, আবারও হবে। আমরা আবার বলব, এই প্রকল্প তাঁদের গ্রহণ করতেই হবে।’
Comments are closed.