সবার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
শুভাশিস মণ্ডল
স্বাস্থ্য বিমা না থাকলে স্বাস্থ্যসাথীর সুবিধা– এবার রাজ্যের সব মানুষের জন্যেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সাথী প্রকল্পে সাড়ে সাত কোটি পরিবারকে বিমার আওতায় আনার লক্ষ্য ছিল রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন আরও আড়াই কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হবে। যাঁরা কোনও রকম স্বাস্থ্যবিমার সুযোগ পান না সেইসব পরিবারই এই প্রকল্পের আওতায় আসবে। মুখ্যমন্ত্রীর কথায়, “রিক্সাওয়ালা, টোটোওয়ালা, ইটভাটার কর্মীরা, ড্রাইভাররা সবাই পাবেন এই প্রকল্পের সুবিধা।”
রাজ্য সরকার গৃহকর্ত্রীর নামে একটি স্মার্ট কার্ড ইস্যু করবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই কার্ডে বছরে ৫ লক্ষ টাকার বিমা পাবে একটি পরিবার। এদিন স্বাস্থ্য সাথী বিমা প্রকল্পের ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, “সরকারি হাসপাতাল ছাড়াও দেড় হাজার সরকারি হাসপাতালকে বিমার আওতায় আনা হয়েছে এবং এই ৫ লক্ষ টাকার সবটাই ক্যাশলেস প্রক্রিয়ার মাধ্যমেই হবে।”
মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, “১ ডিসেম্বর থেকে এই অভিযান শুরু হবে। দুয়ারে দুয়ারে সরকার অভিযানের মাধ্যমে আবেদন করা যাবে। এরপর যথা সময়ে পৌঁছে যাবে স্বাস্থ্য সাথী কার্ড। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত দুই হাজার কোটি টাকা খরচ হবে।”
Comments are closed.