কোচবিহারের সভায় নাম না করে নিশীথ প্রামাণিককে তোপ মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার কোচবিহারের মাটিতে পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরেরদিন সভায় প্রতিশ্রুতির সাথে সাথেই কোচবিহারের সভায় নাম না করে সাংসদ নিশীথ প্রামাণিককে তোপ মুখ্যমন্ত্রীর।
উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়ির পর গতকাল কোচবিহারের মাটিতে পা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রথমে কোচবিহার বিমান বন্দরে নেমে সেখানে জেলার বিভিন্ন বিধায়কদের সাথে একটি কর্মী বৈঠক করেন তিনি। জেলার নবনির্মিত এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং তারপরই শিবযজ্ঞ মন্দিরে পূজা করে মদন মোহন মন্দিরে গিয়েছিলেন তিনি।
আজ কোচবিহারের রাসমেলা ময়দানে কর্মীসভায় ২১-এর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। সভায় যোগ দিয়ে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক এবং সঙ্গে সদ্য বিজেপির নেতা মিহির গোস্বামীর বিরুদ্ধেও তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সভায় নিশীথ প্রামাণিকের উদ্দেশে করে তার নাম না করেই তিনি বলেন, ‘ প্রতিদিন হিংসা ছড়াচ্ছে। কুৎসা রটাচ্ছে, চরিত্রহনন করছে। শান্ত কোচবিহারকে অশান্ত করছে। ওর সম্পর্কে রিপোর্ট এসেছিল দল থেকে তাড়িয়ে দিয়েছিলাম।”
Comments are closed.