রুটি-রুজির সংস্থানে রিক্সা ও ভ্যান প্রদান চেতলা অগ্রণীর
শোভাঞ্জন দাশগুপ্ত
দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম চেতলা অগ্রণী। প্রতি বছর অভিনবত্বের ছোঁয়া থাকে এই পুজো মণ্ডপে। তবে এবছরে কোভিড ১৯-এর প্রভাবে একটু অন্যভাবে পুজো সারছেন উদ্যোক্তারা। করোনা সংক্রমণের ফলে দেশজুড়ে লকডাউন হওয়ায় রুটি-রুজির টান পড়েছে প্রায় সবার। সবচেয়ে খারাপ অবস্থা যাঁরা দিন আনা দিন খাওয়া মানুষজনেদের। এরকমই কিছু মানুষজনেদের হাতে রিক্সা ও ভ্যান উপহার দিল চেতলা অগ্রণী।
এদিন মণ্ডপ চত্বরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ক্লাবের অন্যতম উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিমের হাত থেকে ১০ জন মানুষ পেলেন রিক্সা ও ভ্যান। এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘দুঃস্থ মানুষের পাশে এ বছরে অগ্রণী ক্লাব দাঁড়িয়েছে। লকডাউনে রুটিরুজির টান পড়েছে। তাই আমরা এবার বেশকিছু মানুষকে রিক্সা ও ভ্যান উপহার দিয়েছি। আগামী দিনে আরও ১০টি রিক্সা উপহার দেওয়া হবে। এরফলে যাতে মানুষগুলো রুটি-রুজির সংস্থান করে বাঁচতে পারে।’
Comments are closed.