Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রুটি-রুজির সংস্থানে রিক্সা ও ভ্যান প্রদান চেতলা অগ্রণীর

শোভাঞ্জন দাশগুপ্ত

দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম চেতলা অগ্রণী। প্রতি বছর অভিনবত্বের ছোঁয়া থাকে এই পুজো মণ্ডপে। তবে এবছরে কোভিড ১৯-এর প্রভাবে একটু অন্যভাবে পুজো সারছেন উদ্যোক্তারা। করোনা সংক্রমণের ফলে দেশজুড়ে লকডাউন হওয়ায় রুটি-রুজির টান পড়েছে প্রায় সবার। সবচেয়ে খারাপ অবস্থা যাঁরা দিন আনা দিন খাওয়া মানুষজনেদের। এরকমই কিছু মানুষজনেদের হাতে রিক্সা ও ভ্যান উপহার দিল চেতলা অগ্রণী।

- Sponsored -

এদিন মণ্ডপ চত্বরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ক্লাবের অন্যতম উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিমের হাত থেকে ১০ জন মানুষ পেলেন রিক্সা ও ভ্যান। এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘দুঃস্থ মানুষের পাশে এ বছরে অগ্রণী ক্লাব দাঁড়িয়েছে। লকডাউনে রুটিরুজির টান পড়েছে। তাই আমরা এবার বেশকিছু মানুষকে রিক্সা ও ভ্যান উপহার দিয়েছি। আগামী দিনে আরও ১০টি রিক্সা উপহার দেওয়া হবে। এরফলে যাতে মানুষগুলো রুটি-রুজির সংস্থান করে বাঁচতে পারে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.